শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সৈয়দ আশরাফের জন্য অপেক্ষায় কিশোরগঞ্জবাসী

কিশোরগঞ্জ প্রতিনিধি

সৈয়দ আশরাফের জন্য অপেক্ষায় কিশোরগঞ্জবাসী

একজন পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে সারা দেশেই সৈয়দ আশরাফুল ইসলামের অন্য রকম একটা ভাবমূর্তি আছে। রাজনীতির এই কলুষিত সময়ে তার প্রশংসা করেন ভিন্ন দলের রাজনীতিকরাও। তাকে নিয়ে গর্বের সীমা নেই তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের মানুষের। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার অপেক্ষায় রয়েছেন কিশোরগঞ্জবাসী। 

সৈয়দ আশরাফ বেশ কয়েক মাস ধরে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শূন্যতা যেমন তার রাজনৈতিক সহকর্মীদের মাঝে, তেমনি রাজনৈতিক প্রতিপক্ষের মাঝেও সমানভাবে অনুভূত হচ্ছে। তার অপেক্ষায় অগণিত মানুষ। তিনি কখন সুস্থ হবেন, কখন ফিরে আসবেন তার প্রিয় মানুষের মাঝে। আবার হাল ধরবেন রাজনীতির। আগামী নির্বাচনকে সামনে রেখে মানুষের মাঝে এমন আকাঙ্ক্ষা বেশি করে প্রতিফলিত হচ্ছে। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতে গত বুধবার তার ছোট ভাই-বোনসহ দলীয় নেতা-কর্মীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। রাজনীতি যে টাকা কামানোর হাতিয়ার নয়, রাজনীতি যে সন্ত্রাসী, চাঁদাবাজ লালন করে ক্ষমতায় যাওয়া নয়, মানুষের কল্যাণেই যে রাজনীতি, সেই রাজনীতির উজ্জ্বল নক্ষত্র সৈয়দ আশরাফুল ইসলাম। ১৯৯৬ থেকে এ পর্যন্ত তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নিজ এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল, নরসুন্দা নদী পুনর্খনন ও পুনর্বাসন, ওয়াকওয়ে নির্মাণ, সৌন্দর্য বর্ধণ, রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। অসুস্থতার পর বিভিন্ন আসরে আলোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এখন তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। হিমেল হিমু নামে একজন ফেসবুকে লিখেছেন, কোটি বাঙালি তার অপেক্ষায়। আতিকুর রহমান রাজন লিখেছেন, শেষ বলে কিছু হয় না। অনেক সময় ঝরা পাতা থেকেও নতুন গাছের জন্ম হয়। আমাদের আইডল প্রাণের নেতা সৈয়দ আশরাফুল ইসলাম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। সৈয়দ আশরাফুল ইসলামকে উদ্দেশ্য করে ফেসবুকে হৃদয়স্পর্শী উক্তি করেছেন তৌফিকুল হক অনু। তিনি লিখেছেন, আমি বেঁচে থাকলে শুধু আমার পরিবার বাঁচবে, আপনি বেঁচে থাকলে বাংলাদেশ বাঁচবে। আল্লাহ আমার হায়াতের বিনিময়ে আপনাকে হায়াত দান করুন।

সর্বশেষ খবর