বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা সন্দেহ আছে : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই নির্বাচন আদৌ ন্যূনতম গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। সরকার এবং নির্বাচন কমিশনের সন্দেহজনক আচরণ দিনকে দিন শক্তিশালী হচ্ছে। তিনি বলেন,  নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলের জন্য পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে আমাদের যে প্রত্যাশা ছিল তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে ‘বর্তমান নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচনী এলাকা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণের মনে এই শঙ্কা হয়েছে যে, সরকার একটি নীল নকশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে যেতে চাইছে। বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এর ধারে কাছেও নেই। তিনি বলেন, একদিকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সুযোগ নিচ্ছে, অন্যদিকে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন তীব্র রয়ে গেছে। এ কথা আমাদের নয়, এটি ব্রিটিশ এমপিদের জন্য তৈরি হাউস অব কমন্সের লাইব্রেরির গবেষণাপত্রের মূল্যায়ন। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আপনারা এই দেশের সন্তান এবং আপনারা নাগরিকদের করের টাকায় বেতন পান। আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি, যেখানে নাগরিকগণ রাষ্ট্রীয় বাহিনীকে তার সেবক হিসেবে পাবে এবং সবাই শান্তিতে সহাবস্থান করবে। কিন্তু সেই সহাবস্থানের পূর্বশর্ত হলো, পুলিশ বর্তমানে বিরোধীদলীয় নেতা-কর্মীদের যে হয়রানি করছে, সেটা সম্পূর্ণ বন্ধ করতে হবে। সবার মনে রাখা উচিত এই সরকারই শেষ সরকার নয়। মান্না বলেন, বিরোধী দলকে সর্বোচ্চ চাপে রেখে একতরফা একটা নির্বাচন করার যে নীল নকশা ধরে সরকার এগিয়ে চলছে, অত্যন্ত হতাশাজনকভাবে নির্বাচন কমিশন সেই নীলনকশা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে। মামলার হয়রানির মাধ্যমে বিরোধী দলের কর্মীদের নিপীড়নের ধারা চলছে আমার নির্বাচনী এলাকায়ও। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বগুড়া শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহে আলম, নাগরিক ঐক্যের সদস্য ফজলুর রহমান, শহিদুল্লাহ কায়সার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর