রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাজ্যে ছয় শহীদ মিনার

তানিয়া তুষ্টি

যুক্তরাজ্যে ছয় শহীদ মিনার

যুক্তরাজ্যে নির্মিত হয়েছে ৫টি স্থায়ী শহীদ মিনার এবং নির্মাণাধীন রয়েছে একটি। ১৯৯৭ সালের ৫ অক্টোবর গ্রেট ম্যানচেস্টারের ওল্ডহ্যামে নির্মিত হয় শহীদ মিনার। ১৯৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি আলতাব আলী পার্কে, ২০০৪ সালের ৮ আগস্ট লুটন শহরে, ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি বার্মিংহ্যামে ও ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি ইপ্সউইচে বাকি চারটি শহীদ মিনারের উদ্বোধন হয়। সর্বশেষ ২০১৮ সালের ৫ নভেম্বর কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী গ্রেইঞ্জমোর পার্কে শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়েছে। ইংল্যান্ডের উত্তর-পশ্চিমের ঐতিহ্যবাহী শহর ওল্ডহ্যামে সর্বাধিক বাঙালির বসবাস। লন্ডন শহর থেকে এই শহরের দূরত্ব প্রায় ২৬৩ কিলোমিটার। সেখানকার ‘বাংলাদেশি কালচারাল অ্যান্ড হিস্ট্রি ইন ওল্ডহ্যাম’ একটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়। তারপর কিছু বাঙালি যুবক ১৯৯০ সালে স্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণের জন্য কাউন্সিলের কাছে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ওল্ডহ্যামের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে। তৎকালীন ওল্ডহ্যাম কাউন্সিলের বাঙালি কাউন্সিলর আবদুল জব্বারের ঐকান্তিক প্রচেষ্টায় স্থায়ী শহীদ মিনার নির্মাণের লক্ষ্যে ২৫ হাজার পাউন্ড ও প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা হয়। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে মিনারটির নির্মাণ সম্পন্ন হয় ১৯৯৬ সালে। ১৯৯৭ সালের ৫ অক্টোবর শহীদ মিনারটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

পূর্ব লন্ডন শহরের অ্যাডলার স্ট্রিটে অবস্থিত হুয়াইট চার্চ লেন এবং হুইটচ্যাপেল হাই স্ট্রিটের পার্শ্ববর্তী আলতাব আলী পার্কে যুক্তরাজ্যের দ্বিতীয় শহীদ মিনার তৈরি করা হয়। ব্রিটেনের তৃতীয় শহীদ মিনার উদ্বোধন করা হয় লুটনে। লন্ডন থেকে এর দূরত্ব মাত্র ৪৬ কিলোমিটার। লুটনের ব্যারিপার্ক অঞ্চলেই অধিকাংশ বাংলাদেশি কমিউনিটির বসবাস। বার্মিংহ্যাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের উদ্যোগে ২০১১ সালে নির্মাণ করা হয় ব্রিটেনের চতুর্থ শহীদ মিনার। লন্ডন থেকে এই শহরের দূরত্ব ১৬৪ কিলোমিটার। অন্যদিকে ইপ্সউইচের আলেকজান্দ্রা পার্কে উদ্বোধন হয় ব্রিটেনের পঞ্চম স্থায়ী শহীদ মিনার। ভাষার প্রতি বাঙালির শ্রদ্ধাবোধ ও আত্মত্যাগের কথা ইপ্সউইচের কাউন্সিলকে অনুপ্রাণিত করে। তাই ২০১৫ সালে স্থানীয় কাউন্সিলের সম্পূর্ণ অর্থায়নে যুক্তরাজ্যের পঞ্চম শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়।

সর্বশেষ খবর