শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিস্ফোরণ সিলিন্ডার থেকে

নিজস্ব প্রতিবেদক

বিস্ফোরণ সিলিন্ডার থেকে

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ঘটেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে মন্ত্রী আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, চকবাজার  এলাকার অগ্নিকাণ্ডের ঘটনা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে হয়েছে। এরপরও এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান, প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ এবং অগ্নি দুর্ঘটনা পুনরাবৃত্তিরোধে সুপারিশ দিতে শিল্প মন্ত্রণালয় ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিল্পমন্ত্রী জানান, পুরান ঢাকার রাসায়নিক ও প্লাস্টিক কারখানাগুলো পরিবেশবান্ধব ও নিরাপদ জায়গায় স্থানান্তরের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে দুটি প্রকল্প নিয়েছে। এর মধ্যে রাসায়নিক কারখানা স্থানান্তরে কেরানীগঞ্জে ‘বিসিক কেমিক্যাল পল্লী প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর