সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নিঃশর্ত মুক্তি চাই

নিজস্ব প্রতিবেদক

নিঃশর্ত মুক্তি চাই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো প্যারোল নয়, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। আমরা কখনো প্যারোলের কথা বলিনি। জামিন পাওয়া তার অধিকার। যে মিথ্যা মামলায় তাকে জোর করে সাজা দেওয়া হয়েছে। সেই মামলায় অন্য ব্যক্তিরা জামিনে রয়েছেন। সুতরাং তাকেও জামিন দিতে হবে। গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের অনশন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যে কোনো মূল্যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সেই মুক্তির আন্দোলন আমাদেরকে অভিলম্বে শুরু করতে হবে। এই দেশকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে বেগম জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সবার অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই লক্ষ্যেই বেগম জিয়ার মুক্তি জরুরি। এ সরকার তাকে ভয় পায়। এ জন্যই বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক হীন উদ্দেশ্যে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকারে আটকে রেখেছে। আদালতে জামিন হওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না।

  তাকে ঠিকমতো চিকিৎসাও দেওয়া হচ্ছে না। বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য তার পছন্দ মতো হাসপাতালের কথা বলেছি। কারণ সরকারি হাসপাতাল সরকারের নিয়ন্ত্রণ থাকে, তাই চিকিৎসাও সেভাবে দেওয়া হয়। সে জন্য আমাদের আন্দোলন শুরু করতে হবে। রাজপথে তীব্র আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর