সাবেক জেনারেল প্রাবোয়ো সুবিয়ান্তোকে পরাজিত করে ইন্দোনেশিয়ায় আবারও প্রেসিডেন্ট হলেন জোকো উইদোদো। সংঘাতময়, অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কার মধ্য দিয়ে গতকাল সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাজধানী জাকার্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এএফপি, বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, প্রাবোয়ো (৬৭) নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে যাবেন কিনা, তা এখনো নিশ্চিত করেননি। এর আগে তিনি ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ করেছিলেন এবং সড়কে বিক্ষোভের হুমকি দিয়েছিলেন। ২০১৪ সালের নির্বাচনে উইদোদোর কাছে পরাজয়ের পর তিনি আদালতে চ্যালেঞ্জ করেছিলেন। তবে আদালত তার পক্ষে রায় দেয়নি। ধর্ম ইস্যুটি এবারের নির্বাচনে মূল ভূমিকা পালন করে। তবে পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, উইদোদো, যাকে জোকোয়ি নামেও ডাকা হয়। তিনি পেয়েছেন ৫৫ দশমিক ৫ শতাংশ ভোট।