শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আন্তরিকতার ঘাটতি নেই, ধৈর্য ধরুন : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অন্য দেশের কোনো অকার্যকর ওষুধ যাতে কোনো কারণে চলে না আসে সেজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এ জন্য একটু ধৈর্য ধরতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব। গতকাল সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘ডেঙ্গুর বিরুদ্ধে আওয়ামী লীগের প্রচারপত্র বিলি ও মশক নিধন অভিযানের’ দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ওবায়দুল কাদের বলেন, যে যা-ই বলুক, দেশের ডেঙ্গু পরিস্থিতি এখন খারাপ অবস্থায় আছে। আমরা ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন। লন্ডনে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে আছেন। সেখানেও তিনি স্বস্তিতে নেই। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। এ চ্যালেঞ্জ মোকাবিলা করবই। কারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে নয়। এ চ্যালেঞ্জকে মোকাবিলা করার মতো শক্তি আমরা রাখি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এটাই বাস্তব ও সত্য। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এ পরিস্থিতিকে সরকার সিরিয়াসলি নিয়েছে। গুরুত্বের সঙ্গে মোকাবিলা করছে। একদিকে সচেতনতা সৃষ্টি করছে। অন্যদিকে এই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিষয়ে কোনো ঘাটতি নেই। দিনরাত মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার কাজ চলছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর