শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু নিয়ে সরকার ব্লেম গেমে

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু নিয়ে সরকার ব্লেম গেমে

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব বলেন, ‘ডেঙ্গু নিয়ে ব্লেম গেম চলছে। এর ব্যর্থতা সবাইকে নিতে হবে। একে অন্যকে দোষারোপ না করে সমস্যা সমাধানে কাজ করতে হবে। সমস্যা এখন দুটি, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও মশা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়।’ গতকাল রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ‘ডেঙ্গুজ্বরের বর্তমান অবস্থা : আতঙ্ক, সংকট, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। ডা. রশীদ-ই-মাহবুব আরও বলেন, ‘ডেঙ্গুকে মহামারী বললেই কি নতুন কিছু যোগ হবে? মোটেই না। আমরা চাই এটা নির্মূল হোক। আমরা আতঙ্ক ছড়ানোর জন্য ‘মহামারী’ ব্যবহার করব না। সভাপতির বক্তব্যে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক এম আবু সাঈদ বলেন, ‘ডেঙ্গুর পরিস্থিতি প্রাদুর্ভাব বা মহামারীর মতো দেখা দিয়েছে। সরকার চাইলে ডেঙ্গু রোগের পরীক্ষা বিনা মূল্যে করতে পারে। লিখিত বক্তব্যে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী রকিবুল ইসলাম বলেন, ‘ঈদে লাখ লাখ মানুষ ডেঙ্গু জীবাণু নিয়ে বাড়িতে যাবে। এদের মধ্যে অনেকেই আক্রান্ত হবে এবং স্থানীয় লোকজনের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে বলে আমাদের আশঙ্কা। তাই জেলা ও উপজেলায় ডেঙ্গু রোগ শনাক্তকরণ ও চিকিৎসার ব্যবস্থা স্থানীয় স্বাস্থ্য বিভাগকে অতিগুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’ পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ চৌধুরী লেনিন বলেন, ‘ডেঙ্গুজ্বরে করণীয় একটি হচ্ছে প্রতিরোধ করা, আরেকটি হচ্ছে চিকিৎসা করা। দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রতিরোধে ব্যর্থ হয়েছি।

সর্বশেষ খবর