শিরোনাম
শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
শেখ হাসিনার আসন্ন সফর

দিল্লি ও ঢাকা কয়েকটি সমঝোতা স্মারক নিয়ে কাজ করছে

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর শুরু হওয়ার আর দুই মাস বাকি। তার সফরের সময় উভয় দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। এগুলোয় কী কী বিষয় থাকবে তা নিয়ে দিল্লি ও ঢাকার কূটনীতিকরা কাজ করে চলেছেন।

কোন কোন বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে তার আভাস দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর কথাবার্তায় রয়েছে। তিনি ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক আলোচনায় বক্তৃতাকালে বলেন, দুই দেশ এখন তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করছে। যেমন : বাণিজ্য ও বিনিয়োগ, কানেকটিভিটি এবং ইন্ধনশক্তি (এনার্জি)। হাইকমিশনার আলী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বিকাশমান অর্থনীতির দেশগুলোর অন্যতম। গেল বছর তার প্রবৃদ্ধি ঘটেছিল ৭ দশমিক ৮৬ শতাংশ। চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবৃদ্ধির হার ৮ দশমিক ১৩ শতাংশ। তিনি বলেন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নতিতে সমৃদ্ধ ভারতও বিশ্ব অর্থনৈতিক শক্তি হিসেবে দ্রুত আত্মপ্রকাশ করতে চলেছে। দুই পড়শি দেশের মধ্যে যে চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে তাকে ‘মডেল’ করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোয় পিএইচডি ডিগ্রি প্রবর্তন করা যেতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর