শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিরিজে ফিরল ভারত

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ ক্রিকেটে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেললেন রোহিত শর্মা। গতকাল রাজকোটে বাংলাদেশের বিপক্ষে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম ম্যাচ খেলার বিরল রেকর্ড গড়েন তিনি। শুধু খেলেই থেমে থাকেননি, ৮৫ রানের অবিশ্বাস্য ব্যাটিং করে ভারতকে ৮ উইকেটের সহজ জয় উপহার দিয়ে সিরিজেও ফিরিয়েছেন। স্বাগতিকদের এই জয়ে ১০ নভেম্বর নাগপুরে শেষ ম্যাচটি রূপ নিয়েছে সিরিজ মীমাংসায়। বায়ুদূষিত দিল্লিতে প্রথম টি-২০ বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে।

বায়ুদূষণে দিল্লির প্রথম টি-২০ ম্যাচ মাঠে না গড়ানোর শঙ্কায় পড়েছিল। রাজকোটের ম্যাচটিও শঙ্কায় পড়েছিল ভেস্তে যাওয়ার। ঘূর্ণিঝড় মাহার প্রবল বর্ষণে ভেসে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রুদ্রমুর্তি ধারণ না করে দুর্বল হয়ে গুজরাট উপকূল পাড়ি দিলে ম্যাচ মাঠে গড়ানোয় কোনো সমস্যা হয়নি। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে যাওয়ায় গতকাল আবেদন বেড়েছিল শতগুণ। মাহমুদুল্লাহরা যদি জিতে যেতেন, তাহলে নতুন ইতিহাস লেখা হতো বাংলাদেশের ক্রিকেটে। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হতো। সিরিজে ফিরতে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। এমন কঠিন সমীকরণের ম্যাচটি ছিল ভারতীয় অধিনায়কের জন্য ভিন্ন আবেদনের। চলতি বছর ৮টি সেঞ্চুরি হাঁকানো রোহিতের ম্যাচটি ছিল ক্যারিয়ারের ১০০ নম্বর। এর আগে শুধু পাকিস্তানের শোয়েব মালিক টি-২০ ক্রিকেটে ১১১টি ম্যাচ খেলেছেন। রোহিতের ম্যাচে টস হেরে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে টাইগাররা। যদিও দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাইম শেখ ৪৪ বলে ৬০ রানের জুটি গড়েন। লিটন দুবার জীবন পেয়ে ২৯ রান করেন ২১ বলে। ক্যারিয়ারের দ্বিতীয় টি-২০ খেলতে নামা নাইম ৩৬ রান করেন ৩১ বলে। ওয়ান ডাউনে সৌম্য ২০ বলে ২ চার ও এ ছক্কায় ৩০ এবং অধিনায়ক মাহমুদুল্লাহ ৩০ রান করেন ২১ বলে। ১৫৪ রানের টার্গেটে ভারত ২৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয়। দুই দলের মুখোমুখিতে ভারতের এটা নবম জয়। ম্যাচ সেরা রোহিত তার সেঞ্চুরির ম্যাচকে রাঙিয়ে তোলেন ৪৩ বলে ৮৫ রানের ইনিংস খেলে। ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং তান্ডবেও উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ৪ ওভারের স্পেলে ২ উইকেট নেন তিনি। 

সর্বশেষ খবর