সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কংগ্রেসনাল বাংলাদেশ ককাসে আলেক্সান্দ্রিয়া

প্রতিদিন ডেস্ক

কংগ্রেসনাল বাংলাদেশ ককাসে আলেক্সান্দ্রিয়া

অভিবাসী সমাজের অধিকারের প্রশ্নে আপসহীন মার্কিন কংগ্রেসে কনিষ্ঠতম সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ (৩০) বাংলাদেশ ককাসে যোগ দিয়েছেন। এই খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের বন্যা বইছে। খবর, এনআরবি নিউজ। উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত এলাকা (নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এবং ব্রঙ্কসের পার্কচেস্টার) থেকে ২০১৮ সালের নির্বাচনে জয়ী হন আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ। ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষস্থানীয় নেতা কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে ধরাশায়ী করায় রাজনীতিতে ‘উদীয়মান তারকা’ খেতাব পেয়েছেন তিনি। মি. ক্রাউলি ছিলেন কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের কো-চেয়ার। তিনি কংগ্রেস থেকে বিদায় নেওয়ার পর শূন্য এই আসনে কে বসবেন তা নিয়ে জল্পনা-কল্পনার কমতি ছিল না প্রবাসীদের মাঝে। গত সপ্তাহে আলেক্সান্দ্রিয়ার যোগদানের খবরে বাংলাদেশি-মার্কিনরা উৎফুল্লিত। কারণ তিনি তার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষকে যেভাবে আপন করে নিয়েছেন, একইচেতনায় বাংলাদেশের স্বার্থেও নিরলসভাবে কাজ করবেন এ প্রত্যাশা সবার। আর তার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট অফিসের উপ-পরিচালক হিসেবে বাংলাদেশি তরুণী নওরীন আকতারকে নিয়োগ দেওয়ায় উৎফুল্লে যোগ হয়েছে নতুন মাত্রা।

 

সর্বশেষ খবর