সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অশান্ত পাহাড়ে শান্তি এনেছেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়ি প্রতিনিধি

অশান্ত পাহাড়ে শান্তি এনেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি দলের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, অশান্ত পাহাড়ে শান্তি এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই-ই নয়, শান্তি চুক্তির পর ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে। সব কিছু মিলিয়ে পাহাড়ে ফিরে এসেছে শান্তি। গতকাল দুপুরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষের উন্নয়ন ও অর্থনীতির মুক্তির জন্য কাজ করছে আওয়ামী লীগ। এখন একটি বড় বাধা দুর্নীতি। এ দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছেন। সে কারণে দল নয়, সর্বস্তরে দুর্নীতিবিরোধী অভিযান চলছে এবং এ অভিযান চলতে থাকবে। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তিন পার্বত্য জেলার মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চাইথোআং মারমা ও নির্মল চৌধুরী।

সম্মেলেন অনুষ্ঠান পরিচালনা করেন আওয়মী লীগ নেতা দিদারুল আলম ও মংস্যপ্রু চৌধুরী অপু। সম্মেলনে জেলার ৯টি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। বিকালের কাউন্সিলে কেন্দ্রীয় নেতারা নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে রয়েছেন সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম।

সর্বশেষ খবর