বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিটি ভোট হতে পারে ২৮, ২৯ অথবা ৩০ জানুয়ারি

রবিবার বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তফসিল নির্ধারণে রবিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্ব এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে  নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন  ইসির কর্মকর্তারা। জানা গেছে, আগামী ২৮, ২৯ অথবা ৩০ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণের প্রস্তাব রাখবে ইসি সচিবালয়। এবারে দুই সিটিতেই ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ইসি সূত্র জানিয়েছে, গতকাল কমিশনের ৫৭তম সভার নোটিস জারি করা হয়েছে। রবিবার অনুষ্ঠেয় সভার অন্যতম ৮টি এজেন্ডার মধ্যে প্রথম এজেন্ডায় রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল নির্ধারণ। সভার আলোচ্যসূচিতে আরও রয়েছে- ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০১৯ এর খসড়া প্রকাশের তারিখ এবং চূড়ান্ত প্রকাশনার তারিখ নির্ধারণ। নির্বাচন পদক নীতিমালা অনুমোদন। জাতীয় ভোটার দিবস ২০২০ উদযাপন সম্পর্কিত। নির্বাচনী প্রশিক্ষণ বাজেটের প্রমিতকরণ সংক্রান্ত নীতিমালা। গণপ্রতিনিধিত্ব আইন, ২০১৯ এর খসড়া চূড়ান্তকরণ। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন, ২০১৯ এর খসড়া চূড়ান্তকরণ। সূত্র জানিয়েছে, রবিবারের বৈঠকে ভোটের তারিখ চূড়ান্ত করা  হবে।  বৈঠক শেষে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা দেওয়া হতে পারে। ২৬  থেকে ৩০ জানুয়ারির মধ্যে ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক্ষেত্রে ২৬-২৭, ২৮-২৯ অথবা ৩০ জানুয়ারি ভোটের তারিখ বিবেচনা করা হতে পারে। ইসির কর্মকর্তারা বলছেন, জানুয়ারির শেষে ভোট করতে হলে ২৩ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র দাখিলের সময়, বাছাই, প্রত্যাহার ও প্রচারণার পর্যাপ্ত সময় দিয়ে ভোটের জন্য সাধারণত ৩৮/৪০ দিন সময় রেখে তফসিল ঘোষণা করা হয়। সর্বশেষ ২০১৫ সালেও ৪০ দিন সময় রেখেছিল। এক্ষেত্রে ২২ ডিসেম্বর তফসিল দিয়ে ৩০ জানুয়ারি ভোট করলে মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রত্যাহার ও প্রচারণায় সময় থাকবে ৩৯/৪০ দিন। আর ২৬, ২৭ ডিসেম্বর ভোট হলে ৩৬/৩৭ দিন হাতে থাকবে। আর ২৮/২৯ ডিসেম্বর ভোট হলে ৩৮/৩৯ দিন হাতে থাকবে। সেই হিসেব প্রচারণা জন্য পর্যন্ত সময় দিতে ইসি ২৮, ২৯ অথবা ৩০ জানুয়ারি ভোটের তারিখ হিসেবে বিবেচনা করতে পারে ইসি। তবে প্রচারণার সময় কম দিতে চাইলে ২৬ অথবা ২৭ জানুয়ারি ভোটের দিন হিসেবে বেছে নিতে পারে ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এর আগে বলেছেন, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন পেছানোর সুযোগ নেই।

সর্বশেষ খবর