ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গকুলনগর এলাকায় জঙ্গি আস্তানায় গতকাল রাতে তিন ঘণ্টার অভিযান শেষে নব্য জেএমবির এক নারী সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আটক নারীর নাম শায়লা শারমিন। তার স্বামী তানভীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের আইটি বিভাগের শিক্ষার্থী। তানভীর পলাতক রয়েছেন। তিনি নব্য জেএমবির আইটি বিভাগের প্রধান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। এই অভিযানে ঢাকা জেলা পুলিশের নেতৃত্বে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ এবং র্যাবও ছিল। তানভীরের সঙ্গে ফেসবুকে পরিচিত হওয়ার পর সম্প্রতি তারা বিয়ে করেন। বিয়ের পর প্রথম ওই বাড়ি ভাড়া নেন বলে আটক শারমিন পুলিশকে জানান। সাভার প্রতিনিধি জানান, অভিযান শেষে রাতে ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, বগুড়ার জেএমবির একটি মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়েছে। পুলিশের সদরদফতর থেকে তথ্য পেয়ে ঢাকা জেলা পুলিশ এই অভিযানে নামে। ঘটনাস্থল থেকে পেট্রলবোমা, ছুরি, স্ক্রু-ডাইভার ও খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।
তবে দূর থেকে স্বংক্রিয়ভাবে আঘাত হানাতে পারে এরূপ কিছু অত্যাধুনিক সরঞ্জাম জব্দ করা হয়। যা দিয়ে দূর থেকে আঘাত করা যায়। তবে তাদের নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি-না সেই বিষয়টি তদন্তের পর বলা যাবে বলে তিনি জানান। পুলিশ সুপার আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। এর আগে সন্ধ্যা থেকেই আশুলিয়ার গকুলনগর বাজারের পাশে সৌদি প্রবাসী আক্তার হোসেনের বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ। পরে পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই বাড়িতে প্রবেশ করে নব্য জেএমবির সদস্যকে আটক করে ও বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। দেড় মাস আগে ওই নব্য জেএমবির আইটি বিভাগের প্রধান ও তার স্ত্রী দোতলা বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। বাড়িটি সব সময় বাহিরে থেকে তালা বন্ধ থাকত বলে জানিয়েছে এলাকাবাসী। এ ব্যাপারে সিটিটিসির উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, জঙ্গি সন্দেহেই ওই বাড়িতে অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বাড়িতে কোনো পুরুষ নেই। শুধু মহিলা আছে। এ ছাড়া বাড়িতে কিছু বিস্ফোরক থাকারও তথ্য ছিল।