রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিশেষ আদালতে পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে দেওয়া মৃত্যুদন্ডের রায় লাহোর হাই কোর্টে বাতিল হয়ে গেছে। গতকাল এক রায়ে লাহোর হাই কোর্ট বলেছে, পারভেজ মোশাররফের বিচারের জন্য যে প্রক্রিয়ায় ওই বিশেষ আদালত গঠন করা হয়েছিল, তা সংবিধানসম্মত হয়নি। পারভেজ মোশাররফের এক আবেদনের শুনানি শেষে তিন সদস্যের হাই কোর্ট বেঞ্চ বলেছে, যেভাবে ওই মামলা করা হয়েছে, তাও আইনসম্মত হয়নি। ইসলামাবাদের ওই বিশেষ আদালত সাবেক প্রেসিডেন্ট মোশাররফের অনুপস্থিতিতেই গত ১৭ ডিসেম্বর তাকে সর্বোচ্চ সাজার আদেশ দেয়। ২০০৭ সালের ৩ নভেম্বর অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করে মোশাররফকে এ সাজা দেওয়া হয়। এক মাসের কম সময়ের মধ্যে সেই রায় উচ্চ আদালতে বাতিল হয়ে গেল। সরকারি কৌঁসুলি ইশতিয়াক এ খান বলেন, ‘অভিযোগ দাখিল, আদালত গঠন, বিচারের জন্য আইনি টিমের সদস্য বাছাই সবই অবৈধ।
তাই সেগুলো অবৈধ ঘোষণা করা হলো এবং এ প্রক্রিয়ায় আসা রায়ও অবশেষে খারিজ করা হলো। তার বিরুদ্ধে আর কোনো রায় নেই।’ মোশাররফ কেবলমাত্র দেশদ্রোহের অভিযোগে তাকে বিচারের উদ্দেশ্য নিয়ে বিশেষ আদালত গঠন করাকে আইনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। হাই কোর্টের রায়ে আপনা থেকেই মোশাররফের মৃত্যুদন্ড বাতিল হয়ে যাবে কিনা তা এখনো পরিষ্কার নয়। সরকার চাইলে এখন সর্বোচ্চ আদালতে আপিল করতে পারবে। তবে সরকার তা করবে না বলে ইঙ্গিত দিয়েছে। ২০১৬ সালের দুবাইয়ের উদ্দেশে পাকিস্তান ছাড়েন মোশাররফ। বর্তমানে সেখানেই বসবাস করছেন তিনি।