মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

দরিদ্র মানুষের কাছে খাদ্য পৌঁছে দিন

নিজস্ব প্রতিবেদক

দরিদ্র মানুষের কাছে খাদ্য পৌঁছে দিন

দেশের প্রায় ২ কোটি অতি দরিদ্র মানুষের কাছে খাদ্য সাহায্য পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, তাদের সবার কাছে খাদ্য সাহায্য পৌঁছে দিতে হবে। অথচ সরকারের পর্যাপ্ত উদ্যোগ ও আন্তরিকতা লক্ষ্য করা যাচ্ছে না। সরকার দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুই করছে না। আওয়ামী লীগের নেতা, শিল্পপতি, ব্যবসায়ী ধনিক  শ্রেণির জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনার কথা বলছে সরকার। কিন্তু দেশের সবচেয়ে দুরবস্থায় পতিত সাধারণ নাগরিকদের দুর্দশা লাঘব করবে কে? গতকাল গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, বর্তমান সরকারের পলিসি হচ্ছে- ‘নো কিট, নো করোনা’। ‘নো টেস্ট, নো করোনা’। ‘নো পেসেন্ট, নো করোনা’। মহাবিপদ মোকাবিলায় সরকারের প্রস্তুতি নেই, সমন্বয় নেই। আক্রান্ত রোগী শনাক্তকরণের পর্যাপ্ত উপকরণ ও ব্যবস্থাপনা দেশে নেই। চিকিৎসকদের রক্ষা, যথেষ্ট মাস্ক, স্যানিটাইজার ও ভেন্টিলেটরের ব্যবস্থা নেই। তিনি বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সরকারের এই লুকানো পলিসি যাতে কেউ প্রকাশ না করতে পারে, তার জন্য নানা রকমের অপচেষ্টা চালাচ্ছে। এই লুকানোর পলিসির নাম দিয়েছে গুজব। সরকারের পক্ষ থেকে টানা দুই দিন ধরে বলা হচ্ছে, দেশে নতুন করে করোনা আক্রান্ত নেই। অথচ পত্র-পত্রিকা, টেলিভিশনসহ মিডিয়ায় প্রতিদিন সর্দি, জ্বর, কাশিতে মানুষ মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যুর সংবাদ ছাপা হয়েছে আজকের পত্র-পত্রিকায়।’

রিজভী বলেন, জাতির মহাবিপদের মুহূর্তে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত কোনো উদ্যোগ না নিয়ে উল্টোভাবে বাস্তবতা অস্বীকার করা হচ্ছে। সরকারের মিথ্যা সাফল্যের বন্দনায় মন্ত্রী ও কর্মকর্তাদের ব্যস্ততা এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য জনগণকে গভীরভাবে চিন্তিত, ক্ষুব্ধ ও হতাশ করেছে।

সর্বশেষ খবর