মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সুস্থ পৃথিবীর বার্তা নিয়ে আসুক নতুন বাংলা বছর

নিজস্ব প্রতিবেদক

সুস্থ পৃথিবীর বার্তা নিয়ে আসুক নতুন বাংলা বছর

সেলিনা হোসেন

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, চৈত্রসংক্রান্তি, নববর্ষ বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এ বছর পুরো পৃথিবী অদৃশ্য জীবাণুর আক্রমণে স্থবির হয়ে পড়েছে। বাড়ছে স্বজন হারাদের কান্না। আক্রান্ত আমাদের দেশও। তাই এ বছর উৎসব উদযাপন নয়, নিয়ম মেনে ঘরে থাকাই হবে আমাদের কর্তব্য। সুস্থ থাকলে আগামী বছর দ্বিগুণ উৎসাহে বরণ করে নেব নতুন বাংলা বছরকে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, নববর্ষের হালখাতার সঙ্গে ব্যবসায়ীদের অর্থনৈতিক বিষয় জড়িয়ে থাকে। কিন্তু এখন আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকতে হবে। আমরা চাই না বিশ্বের অন্য  দেশের মতো করোনা মহামারীর কবলে পড়ুক আমাদের  দেশের মানুষ। আইন মেনে চলাফেরা করতে হবে। আমরা দুর্যোগের মধ্যে রয়েছি, এখন নিয়মিত বাজার করে ভালো রান্না করে খাওয়ার সময় না। তিনি আরও বলেন, গ্রামগঞ্জে হাটবাজারে মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখছে না। অনেকেই গণমাধ্যমের বার্তা বুঝতে পারছে না। তাই তাদের বোঝার জন্য সহজ করে সচেতনতামূলক তথ্য দিতে হবে। এখন সামগ্রিক সুস্থতার কথা চিন্তা করে নিজেদের চলাফেরা সীমিত করতে হবে। এই সুস্থ জনগোষ্ঠী এগিয়ে আসবে করোনাপরবর্তী দেশের অর্থনীতি- সাংস্কৃতিক কর্মকা কে চাঙ্গা করতে।

সর্বশেষ খবর