বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
শফীসহ আলেমদের বিবৃতি

সুস্থদের জন্য ১৪ শর্তে মসজিদ বাধামুক্ত করা হোক

নিজস্ব প্রতিবেদক

১৪ শর্তে সুস্থ ব্যক্তিদের জন্য মসজিদে জুমা, পাঁচ ওয়াক্তের জামাত ও তারাবি নামাজে উপস্থিতি বাধামুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কিরাম। গতকাল গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, রমজানুল মুবারক অত্যাসন্ন। এ মাস রহমত ও নাজাতের মাস। করোনাসহ সব বালা-মুসিবত থেকে মুক্তির জন্য এ মাসের সদ্ব্যবহার একান্ত জরুরি। এজন্য এ মাসে উল্লিখিত শর্ত মেনে সুস্থ ব্যক্তিদের মসজিদে নামাজ আদায়ের জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। শর্তে রয়েছে- মসজিদে কার্পেট, জায়নামাজ বা গালিচা বিছানো যাবে না। জুমার বয়ান, খুতবা, জামাত ও দোয়া সংক্ষিপ্ত করা হবে এবং নামাজের আগে বা পরে মসজিদের ভিতরে বা সামনে জড়ো হওয়া যাবে না। পঞ্চাশোর্ধ্ব বয়সের মুসল্লি এবং ১২-১৩ বছর পর্যন্ত বয়সের বালক মসজিদে আসবে না। যাদের সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট আছে, যারা আক্রান্ত দেশ ও অঞ্চল থেকে এসেছেন কিংবা যারা উক্তরূপ মানুষের সংস্পর্শে গিয়েছেন তারা মসজিদে আসবে না। যারা বিভিন্ন রোগে আক্রান্ত এবং যারা অসুস্থদের সেবায় নিয়োজিত তারা মসজিদে আসবে না। যারা মসজিদে গিয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা করে তারাও আসবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদকে জীবাণুনাশক, স্যানিটাইজ ইত্যাদি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করবে এবং অজুখানায় অবশ্যই সাবান ও পর্যাপ্ত টিস্যু রাখবে। মুসল্লিদের দুজনের মাঝে অন্তত দুই ফুট পরিমাণ জায়গা ফাঁক রেখে দাঁড়াতে হবে। বাসা থেকে অজু করে যেতে হবে এবং হাত ও পা ভালোভাবে ধুয়েমুছে যেতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। পরস্পর হাত মেলানো ও কোলাকুলি থেকে বিরত থাকতে হবে। মসজিদে সম্মিলিত ইফতারের আয়োজন করা যাবে না। মুখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখার জন্য প্রতি মসজিদে একটি করে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে। এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে কিংবা কোনো এলাকায় আক্রান্ত সংখ্যা অস্বাভাবিক হয়ে গেলে প্রশাসন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারবে।

বিবৃতিদাতারা হলেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী, মাওলানা আবদুল কুদ্দুছ, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুফতি মো. ওয়াক্কাস, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মাওলানা আবদুল হামীদ (পীর, মধুপুর), মাওলানা রুহুল আমীন, মাওলানা শামসুল হক, মাওলানা আবদুল হালীম বুখারী, মাওলানা আবু তাহের নদভী, মুফতি শাসমুদ্দীন জিয়া, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা আবদুল বছীর, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা মোহাম্মাদ আলী, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুছলেহুদ্দীন রাজু, মাওলানা মাহফুজুল হক, মুফতি জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মুফতি নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা, মাওলানা ছফিউল্লাহ, মাওলানা মুহাম্মাদ ইসমাইল, মুফতি আবদুল মালেক, মুফতি দেলোয়ার হুসাইন, মুফতি মিজানুর রহমান সায়ীদ, মুফতি এনামুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা রিজওয়ান, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা মাসঊদুল করীম, মুফতি নাজমুল হাসান, মুফতি ইয়াহইয়া মাহমুদ, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা আবুল কালাম।

সর্বশেষ খবর