বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সবার আগে মানুষের জীবন বাঁচাতে হবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার আগে মানুষের জীবন, সেটাকে রক্ষা করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। যে কারণে আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি। জাতীয় টাস্কফোর্স গঠনের কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার সেটা করছে না। বরং এককভাবেই সব সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্তটা যতক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে থাকবে, ততক্ষণ ঠিক আছে। গতকাল দেশের চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাব এবং লকডাউন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে টেলি-সংলাপে তিনি এসব কথা বলেন। ‘সারা দেশে লকডাউন কবে নাগাদ তোলা উচিত বলে মনে করেন?’ এ প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এ মুহূর্তে আমার পক্ষে তা বলা সম্ভব নয়। কারণ লকডাউন কেন করা হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। লকডাউন করা হয়েছে, কারণ এ রোগের আপাতত কোনো চিকিৎসা নেই। এখন পর্যন্ত এর কোনো ভ্যাকসিনও বের হয়নি। এটা একটা অত্যন্ত ভয়াবহ রকমের ছোঁয়াচে রোগ। যেটা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে। বিএনপি মহাসচিব বলেন, বিদ্যমান অবস্থায় শারীরিক দূরত্ব বজায় রাখলে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। যে কারণে প্রায় গোটা পৃথিবীই আজ লকডাউন। এখন কোন সময়ে এটা তোলা যেতে পারে, অথবা কখন এটা সম্ভব নয়, তা বিশেষজ্ঞরা বলবেন। অন্যদিকে দেশের অর্থনীতির যে অবস্থা সেদিকেও খেয়াল রাখতে হবে। সব মিলিয়েই সিদ্ধান্তটা নিতে হবে। আর এ জন্যই ভয়াবহ এ করোনা মোকাবিলায় সবাইকে নিয়ে জাতীয় টাস্কফোর্স গঠনের কোনো বিকল্প নেই।

সর্বশেষ খবর