মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রিজভী গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

রিজভী গুরুতর অসুস্থ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার রাত থেকে তার পেটে প্রচ- ব্যথা ও বারবার বমি হচ্ছে। বর্তমানে তিনি তার বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। দ্রুত সুস্থতার জন্য রিজভী আহমেদ সবার কাছে দোয়া চেয়েছেন। ১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনের সময় রিজভী আহমেদের পেটে গুলিবিদ্ধ হলে ‘সাবঅ্যাকিউট ইনটেস্টাইনাল অবসট্রাকশন’ সমস্যায় ভোগেন। তার পেটে তখন অস্ত্রোপচার করা হয়। আর তখন থেকেই এ সমস্যার সৃষ্টি হয়। এ রোগের জন্য আগে তিনি যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার করিয়েছিলেন। মাঝে মাঝে তিনি ‘কমপ্লিকেশনে’ (জটিল সমস্যায়) ভোগেন। এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছরও এ রোগে ভুগেছিলেন তিনি। এ সময় তার পেটে প্রচ- ব্যথা ও বারবার বমি হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর