বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা এইচআইভির চেয়েও জটিল

প্রতিদিন ডেস্ক

করোনা এইচআইভির চেয়েও জটিল

আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনাভাইরাস এইচআইভি ভাইরাসের চেয়েও জটিল। এই ভাইরাস নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা আছে। সূত্র : রয়টার্স। গত ৯ জুন বায়োটেকনোলজি ইনোভেশন অর্গানাইজেশনের এক ভার্চুয়াল সভায় তিনি করোনাভাইরাসের নানাভাবে সংক্রমণ; কখনো উপসর্গহীন, কখনো মরণঘাতী জটিলতার বিষয় নিয়ে উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ভাইরাসের সংক্রমণ ও এর বিরুদ্ধে লড়াই এখনো শেষ হতে অনেক বাকি। ফাউসি বলেন, করোনাভাইরাস নিয়ে জানার দিক থেকে আমরা এখনো শুরুর দিকে অবস্থান করছি। ভ্যাকসিনই এ ভাইরাস সংক্রমণ রোধের একমাত্র উপায়। তবে একাধিক ভ্যাকসিন আবিষ্কার হতে হবে। কারণ সারা বিশ্বের মানুষের জন্য শত কোটি ভ্যাকসিনের দরকার হবে। তিনি আরও বলেন, ভাইরাসের বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিষেধকও কার্যকর হতে পারে। অ্যান্থনি ফাউসি আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার দিকে ফিরে দেখার সঙ্গে সঙ্গে সামাজিক ক্ষেত্রেও নজর দেওয়ার কথা বলেন। যেসব কমিউনিটির লোকজনের মধ্যে সংক্রমণ বেশি হয়েছে, তাদের জীবন মানের উন্নয়নের জন্য সম্পদের ব্যবহার নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন। ফাউসি বলেন, এখনো এ ভাইরাসের সংক্রমণের দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া সম্পর্কে আমরা জানি না। যারা সুস্থ হচ্ছে, তাদের ওপর এ ভাইরাসের পরবর্তী প্রতিক্রিয়া সম্পর্কেও আমাদের জানা  নেই। এসব নিয়ে চিকিৎসাবিজ্ঞানীরা এখনো জানেন না। এ ভাইরাসের সংক্রমণ থেকে আংশিক নিরাময় বা পুরো নিরাময়ের মেয়াদ নিয়েও পর্যাপ্ত তথ্য নেই। করোনাভাইরাস নিয়ে আরও বহু কিছু জানার বাকি আছে। এ মহামারীতে মৃত্যুর তালিকা কোথায় গিয়ে ঠেকবে, চার লাখের বেশি মানুষের মৃত্যুর পরও জানি না, জানে না বিশ্বের কেউই।

সর্বশেষ খবর