বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

সুইডিশ প্রধানমন্ত্রী হত্যার রহস্য কাটল ৩৪ বছর পরশ

সুইডিশ প্রধানমন্ত্রী হত্যার রহস্য কাটল ৩৪ বছর পরশ

সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী উলফ প্যালমেকে ১৯৮৬ সালে খুন করা হয়েছিল রাতের বেলায়। কে খুন করেছিল-এতদিন তা রহস্যজনকই থেকে গিয়েছিল। অবশেষে ৩৪ বছর পর সেই রহস্য উদঘাটন করা হয়েছে। সুইডিশ কৌঁসুলিরা জানিয়েছেন, ওই খুনির নাম স্টিগ অ্যাংগস্ট্রম, যে ‘স্ক্যানডিয়া ম্যান’ নামেও পরিচিত ছিল। তবে ২০০০ সালে সে আত্মহত্যা করেছে। সূত্র : বিবিসি। খবরে বলা হয়েছে, উলফ প্যালমে তার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখে যখন বাসায় ফিরছিলেন তখন স্টকহোমের রাস্তায় তাকে পেছন থেকে গুলি করা হয়। তার সঙ্গে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। তিনি খুন হন সুইডেনের সবচেয়ে ব্যস্ত রাজপথে এবং জনা বারো মানুষ দেখেছিল, এক ব্যক্তি গুলি করে ছুটে পালাচ্ছে। এ ঘটনার পর হাজার হাজার মানুষকে জেরা করা হয়। এ ঘটনা সম্পর্কে প্রধান কৌঁসুলি ক্রিস্টার পিটারসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই খুনের তদন্তে প্রথমে স্টিগ অ্যাংগস্ট্রমকে সন্দেহ করা হয়নি। কিন্তু যখন তার নাম সন্দেহভাজনদের তালিকায় আসে, তখন জানা যায় সে আগ্নেয়াস্ত্র ব্যবহারে দক্ষ ছিল। কারণ লোকটি সেনাবাহিনীতে ছিল এবং একটি শুটিং ক্লাবের সদস্যও ছিল। ব্যস্ততম রাস্তায় খুনের ঘটনা ঘটার পরও হত্যাকারীকে কখনই খুঁজে পাওয়া যায়নি। যে আগ্নেয়াস্ত্র দিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে খুন করা হয়েছিল, সেটিও কখনো উদ্ধার করা যায়নি। পুলিশ বেশ কিছু মানুষকে জেরা করেও খুনের কোনো কিনারা করতে পারেনি। যে বুলেটটি উদ্ধার করা হয়েছিল সেটি দেখে পুলিশ এটুকু বুঝেছিল খুবই শক্তিশালী আগ্নেয়াস্ত্র থেকে ওই গুলি ছোড়া হয়। সাবেক প্রধানমন্ত্রী বুলেটপ্রুফ ভেস্ট পরে থাকলেও তিনি মারা যেতেন। কাজেই যে তাকে গুলি করেছিল, সে শুধু সুযোগ নিতে চায়নি, সে আসলেই পরিকল্পনা করে হত্যার উদ্দেশেই গুলি চালিয়েছিল। প্যালমেকে খুন করার কারণ, ১. তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারের বিরুদ্ধে সরব ছিলেন। ২. তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)কে অর্থ দিয়েছেন। ৩. প্যালমে জেনে গিয়েছিলেন ভারতের সঙ্গে অস্ত্র চুক্তি করার জন্য সুইডেনের অস্ত্র কোম্পানি বোফর্স ভারতকে ঘুষ দিয়েছিল। ৪. প্যালমের সরকার কুর্দি জঙ্গিগোষ্ঠী পিকেকেকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছিল।

সর্বশেষ খবর