সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

বিএনপি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে যে সাত দফা সুপারিশ করেছে সরকার করোনায় সৃষ্ট সংকট উত্তরণে তার চেয়ে অনেক বেশি সুসমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা মোকাবিলায় প্রত্যেকটি পর্যায় বিচার-বিশ্লেষণ করে সরকারের গৃহীত পদক্ষেপ চলমান রয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দিষ্ট কোনো দফায় সীমাবদ্ধ না থেকে সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে চলেছে। গতকাল বিকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সুপারিশকৃত সাত দফার জবাবে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ও তার দল বিএনপি এই সংকটময় মুহূর্তে জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনীতিতে যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তা জাতীয় মেমোরিতে দীর্ঘদিন ক্ষতচিহ্ন বহন করবে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের সমালোচনাই বিএনপির একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল সুপারিশের নামে সরকারের বিরুদ্ধাচার করার যে অপচেষ্টা করেছেন তার যৌক্তিক কোনো ভিত্তি নেই বরং তা উসকানিমূলক বলেও অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, তার মন্তব্য সর্বৈব মিথ্যা, বাস্তবতা বিবর্জিত। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব ও দক্ষতায় করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই সরকার সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কাজ করে চলেছে। করোনা সংকট মোকাবিলায় সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, সবার সম্মিলিত প্রয়াস ও জনগণের সচেতনতার দুর্গই ছিল এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের মূল অস্ত্র। পরম করুণাময় আমাদের সহায় হোন। জয় আমাদের হবেই, ইনশা আল্লাহ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর