রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সম্প্রচার আইনে গণমাধ্যমকর্মীরা সুরক্ষিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সম্প্রচার আইনে গণমাধ্যমকর্মীরা সুরক্ষিত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্প্রচার আইন হলে গণমাধ্যমকর্মীরা বেতন কাঠামো থেকে শুরু করে সব ধরনের সুরক্ষা পাবে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের জন্যও আইন তৈরির কথা হচ্ছে। তবে আইন পাস করা কোনো মন্ত্রণালয়ের একক বিষয় নয়। গতকাল সকালে সার্কিট হাউসে বাংলাদেশ বেতার, চট্টগ্রাম আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২১ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  তথ্যমন্ত্রী বলেন, আইন পাসের সঙ্গে মন্ত্রিসভা, আইন মন্ত্রণালয়, সংসদ, সংসদীয় কমিটি যুক্ত। যেহেতু তথ্য মন্ত্রণালয়ের একক দায়িত্বে এটি করা সম্ভব নয়, সুতরাং এটি নিয়ে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়াও সম্ভব নয়। বিএনপির রাজনৈতিক নেতা-কর্মীদের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা-কর্মীরা ভুলে যান-তারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি করেছেন। নৌকায় ভোট দেওয়ার অপরাধে আট বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা মহিলা এবং ৬০ বছর বয়স্ক মহিলাও বাদ যায়নি বিএনপি কর্মীদের লোলুপ দৃষ্টি থেকে। তথ্যমন্ত্রী আরও বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নতি হয়েছে সেটি পৃথিবীর সামনে বড় উদাহরণ।

সর্বশেষ খবর