মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কাতার আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

আরেক বাংলাদেশিকে হাতুড়ি দিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রায় সাত বছর পর গ্রেফতার হলেন কাতারের দোহায় এক আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। তিনি হলেন রাশেদুল হক ওরফে রশিদুল ইসলাম (৩০)। ৭ নভেম্বর রাতে রাজধানীর ডেমরার সারুলিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সিআইডি জানিয়েছে, রাশেদুলের বাড়ি ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার চাপাতি পাইকপাড়া গ্রামে। তিনি ২০১৪ সালের ৯ জানুয়ারি কাতারের রাজধানী দোহায় আবদুর রাজ্জাককে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। ঘটনার পরদিনই রাশেদুল বাংলাদেশে চলে আসেন। ওই ঘটনায় দোহায় একটি মামলা হয়। পরে কাতার পুলিশের সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হলে ওই দেশের আদালত রাশেদুলকে মৃত্যুদন্ড প্রদান করে। ওই দেশের আদালতের আদেশ থেকে সিআইডি জানতে পারে, ২০১৪ সালের ১০ জানুয়ারি রাজ্জাকের স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী নেই। তিনি রাজ্জাকের বন্ধুদের বিষয়টি জানান। তারা দোহার রাইয়ান থানায় রাজ্জাকের নিখোঁজের বিষয়টি জানান। রাজ্জাকের এক বন্ধু খোঁজাখুঁজির একপর্যায়ে একটি বাড়িতে বাথরুমের ভিতর তার লাশ দেখতে পান। রাজ্জাকের অন্য সহকর্মীদের জিজ্ঞাসা করে তারা জানতে পারেন, পাঁচ ব্যক্তি এসে রাজ্জাককে বাথরুমে নিয়ে যায়, এরপর দরজা বন্ধ করে দেয়। এ সময় তাদের হাতে লোহার হাতুড়ি দেখতে পান তারা। দরজা বন্ধ অবস্থায় ভিতর থেকে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু তারা ভয়ে পুলিশকে জানাননি। আসামিরা হত্যার পর সরকারি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন, যাতে অপরাধ করার পর দেশ থেকে পালাতে পারেন।

সর্বশেষ খবর