মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মিয়ানমারে আবার সু চি

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে আবার সু চি

মিয়ানমারে গতকাল শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে সরকারি খবরে বলা হয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, ভোটের ফলাফল অনেকটাই নিশ্চিত। পূর্বাভাস অনুযায়ী, বিপুল ভোটের ব্যবধানে আবারও জয়ী হবেন এনএলডি পার্টির নেতা অং সান সু চি। অবশ্য এরই মধ্যে সু চির দল তাকে বিজয়ী বলে ঘোষণাও করেছে। এর আগে সন্ধ্যায় রয়টার্সের এক বিবরণে বলা হয়, সাধারণ নির্বাচনের ফলাফল রাতেই ঘোষণা করার কথা। সন্ধ্যায় চলছিল শেষ মুহূর্তের ভোট গণনার কাজ। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে বুথে ভোট গণনা শুরু হয়। খবরে আরও বলা হয়, টানা ২৫ বছর সামরিক শাসনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচনকে নিয়ে মিয়ানমারে টান টান উত্তেজনা বিরাজ করলেও কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানালেও ইউরোপীয় ইউনিয়ন বা স্থানীয় পর্যবেক্ষক দল দাবি করছে, ৪৬ হাজার ভোট কেন্দ্রে তিন কোটি ৩৫ লাখ ভোট পড়েছে। দেশটির বেশ কিছু অংশে এদিন ভোট গ্রহণ বন্ধ ছিল। যেমন রাখাইন, শান, কাচিনের মতো এলাকায় যেখানে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস, সেখানে নিরাপত্তার অজুহাতে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পর্যবেক্ষরা জানান, এই বাস্তবতায় এবারের নির্বাচনে খুব সহজেই অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) জয়লাভ করবে। এরই মধ্যে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) ১৮ আসনে জয়ী হয়েছে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। রাতের দিকে সু চির হাজার হাজার সমর্থক তার দলীয় সদর দফতরের সামনে জড়ো হয়ে পতাকা ওড়াতে ও স্লোগান দিতে থাকে। উল্লেখ্য, ২০১১ সালে প্রত্যক্ষ সেনা শাসন শেষ হওয়ার পরে দেশটিতে এবার দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো। আগের নির্বাচনেও নিরঙ্কুশ জয়লাভ করেন সু চি। পরে তিনি ক্ষমতা ভাগাভাগি করার চুক্তি স্বাক্ষর করেন প্রবল ক্ষমতাশালী  জেনারেলদের সঙ্গে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর