শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কুষ্টিয়ায় এবার ভাঙচুর বাঘা যতীনের ভাস্কর্য

চারজনকে থানায় জিজ্ঞাসাবাদ

জহুরুল ইসলাম, কুষ্টিয়া

কুষ্টিয়ায় এবার ভাঙচুর বাঘা যতীনের ভাস্কর্য

কুষ্টিয়ায় এবার ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী বাঘা যতীনের (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত ভাস্কর্যটির নাক ও ডান গালের কিছু অংশ ভেঙে ফেলা হয়। গতকাল সকালে দৃষ্টিগোচর হলে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় ওই মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু, অধ্যক্ষ হারুন অর রশীদ, নৈশপ্রহরী খলিলুর রহমানসহ চারজনকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ছাড়া গতকাল সন্ধ্যায় কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন অর রশীদ বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার এস এম তানভির আরাফাত জানান, ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কয়া গ্রামে বাঘা যতীনের বাস্তুভিটায় স্থাপিত কয়া মহাবিদ্যালয়ে ২০১৬ সালে স্থাপন করা হয় তাঁর আবক্ষ ভাস্কর্য। ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর ওই গ্রামে মাতুলালয়ে এ বিপ্লবীর জন্ম। মাত্র ৩৬ বছর বয়সে ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর ইংরেজ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হন তিনি। কয়া মহাবিদ্যালয়ের নৈশপ্রহরী খলিলুর রহমান জানান, রাত সাড়ে ১২টার দিকে তিনি কলেজ ক্যাম্পাসে ডিউটি করেছিলেন। তিনি পর পর তিনবার হাতুড়ি পেটানোর মতো শব্দ শুনতে পান। এদিক-ওদিক টর্চলাইটের আলো ফেললে দুটি মোটরসাইকেলে করে তিনজনকে পালিয়ে যেতে দেখেন। তিনি তাৎক্ষণিক বিষয়টি অধ্যক্ষ হারুন অর রশীদকে জানান। জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পর জেলা প্রশাসন জরুরি সভা ডেকে যেসব প্রতিষ্ঠানে ভাস্কর্য আছে সেসব প্রতিষ্ঠানে সিসিটিভি লাগানোসহ প্রয়োজনীয় নিরাপত্তা নেওয়ার নির্দেশনা দেয়। কিন্তু সে নির্দেশনা বাস্তবায়ন করেননি কয়া মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। অধ্যক্ষ হারুন অর রশীদ বলেন, পরিচালনা পর্ষদের অনুমোদন না থাকায় তিনি সিসিটিভি লাগাতে পারেননি। পরিচালনা পর্ষদের সভাপতি কেন্দ্রীয় তাঁতী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু বলেন, সিসিটিভি কেনার ব্যাপারে পর্ষদের আগামী সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কারসেদ আলম বলেন, কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পর কলেজ কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। উল্লেখ্য, ব্রিটিশ ভারতে বাঙালিসহ ভারতবর্ষের সব জাতিসত্তার স্বাধীনতার সংগ্রাম ছিল একসূত্রে গাঁথা। ইংরেজ উপনিবেশিক শাসকদের বিরুদ্ধে যারা স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করেছেন, যাদের আত্মদান ইংরেজ শাসকদের বুকে কাঁপন ধরিয়েছে, তাদের অন্যতম বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যিনি ‘বাঘা যতীন’ নামে বেশি পরিচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর