শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবার বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। এখন তা আরও বাড়ল। তবে কওমি মাদরাসা খোলা থাকবে। করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও গতকাল পৃথক বিজ্ঞপ্তিতে ১৬ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনাভাইরাস থেকে সুরক্ষার লক্ষ্যে নিজ নিজ বাসায় অবস্থান করবে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর