মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যের গাড়িচালক মালেকের সাড়ে ৩ কোটি টাকার সম্পদ : দুদক

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৯৩ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলা দুটি করেন বলে সংস্থাটি পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন। তিনি জানান, এক মামলায় আবদুল মালেকের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। দুদকের অনুসন্ধানে আবদুল মালেকের মোট ২ কোটি ৯৯ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া যায় বলে এ মামলায় উল্লেখ   করা হয়েছে। অন্যদিকে মালেকের স্ত্রী নার্গিস বেগমের ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকার অবৈধ সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে প্রণব বলেন, ওই অভিযোগে আবদুল মালেক ও নার্গিসের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। আবদুল মালেক কর্তৃক অর্জিত এ অবৈধ সম্পদ স্ত্রী নার্গিস ভোগদখলে রেখেছেন।

 অবৈধ সম্পদসহ নার্গিস বেগমের নামে মোট ২ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকার সম্পদের তথ্য-প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে এ মামলায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর