শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করা লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। গতকাল সকালে চট্টগ্রাম জেলা পুলিশের নতুন ভবন উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুশতাক আহমেদ আগেও দু-একবার                  লেখনীতে আইনশৃঙ্খলা কিংবা অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করেছিলেন। সে জন্য অনেকেই মামলা করেছেন। ২০২০ সালে যে মামলাটি হয়েছিল সে মামলার জন্য তিনি জেলখানায় বন্দী ছিলেন। হঠাৎ অসুস্থ বোধ করলে প্রথম কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা খারাপ হলে গাজীপুর তাজউদ্দীন মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। ওইখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, মোসলেম উদ্দিন চৌধুরী এমপি, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলজাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক যে মিথ্যা-বানোয়াট নিউজ করেছে তার পেছনে দেশি ষড়যন্ত্রকারী কারা তা তদন্ত করে দেখা হচ্ছে। কেন মিথ্যা বানোয়াট নিউজ তারা প্রচার করেছে সেগুলোর উদ্দেশ্য কী তা খতিয়ে দেখছে সরকার। আলজাজিরার নিউজ থেকে বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর