শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কারাগারে মুশতাককে হত্যা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কারাগারে মুশতাককে হত্যা করা হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার সঙ্গে রাষ্ট্রশক্তি জড়িত। মুশতাকের মতো একজন অরাজনৈতিক, নিরীহ এবং নিজস্ব চিন্তায় স্বায়ত্তশাসিত ফেসবুকে ফ্রিল্যান্সার লেখকের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়।

এর সঙ্গে রাষ্ট্রশক্তি জড়িত। কারাগারে মুশতাককে হত্যা করা হয়েছে। তিনি সরকারি হেফাজতে কারাগারে তার মৃত্যুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন। একই সঙ্গে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে আটক করে রাখার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি, নিয়ম-অনিয়ম, কীর্তি-অপকীর্তি ইত্যাদি বিষয়ে স্বাধীনচেতা মানুষের অভিমত, বিশ্লেষণ ইত্যাদি প্রকাশের সুযোগ আজ গণতান্ত্রিক বিশ্বে সর্বজনস্বীকৃত। কিন্তু সরকার তাদের অপকর্ম ও দুঃশাসনের বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা যাতে প্রকাশ না হয়ে পড়ে সেজন্য নানা কালাকানুনের মাধ্যমে ফেসবুকে মন্তব্য লেখা বা পোস্টকে কোনোভাবেই বরদাস্ত করছে না। তিনি বলেন, যারা স্বাধীনভাবে গণমাধ্যমে নিজের মত প্রকাশের চেষ্টা করছে, তাদের জীবনে নেমে আসছে এক দুর্বিষহ পরিণতি। হয় তাদের গুমের শিকার হতে হচ্ছে নতুবা সরকারি হেফাজতে দিতে হচ্ছে প্রাণ। এর সর্বশেষ নির্মম শিকার হলেন মুশতাক আহমেদ। বিএনপি মহাসচিব বলেন, দেশে আইন-কানুন, সুষ্ঠু বিচারিক ব্যবস্থা না থাকার কারণেই সারা দেশে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। জাতির ওপর দুর্দিন নেমে এসেছে।  দেশে এখন নব্য বাকশালী শাসন জারি রাখা হয়েছে। যাতে কেউ টুঁ-শব্দও করতে না পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর