রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

ইমরান খান করোনা আক্রান্ত

প্রতিদিন ডেস্ক

ইমরান খান করোনা আক্রান্ত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। দুই দিন আগে তিনি করোনাভাইরাসের টিকা নেন। গতকাল স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইটে এ খবর জানান। বলেন, ‘বর্তমানে ইমরান খান বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন।’ খবর রয়টার্স। তবে তাঁর সংস্পর্শে আসা অন্য কেউ এই রোগে আক্রান্ত হয়েছেন কি না বা আইসোলেশনে আছেন কি না সে বিষয়ে কিছু বলা হয়নি। টুইটারে ইমরানের অসুস্থতার খবর প্রকাশের পরপরই রাজনীতিক থেকে শুরু করে নানা অঙ্গনের তারকা এবং সাধারণ মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করা শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই  ইমরান খান টুইটারে শীর্ষ ট্রেন্ডে পরিণত হন। ইমরান খান (৬৮) আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর বরাত দিয়ে বলা হয়, পাকিস্তানে দিন দিন মহামারীর তৃতীয় ঢেউ তীব্র হচ্ছে। এ অবস্থায় কভিড-১৯ সংক্রমণ আরও ছড়িয়ে পড়া আটকাতে দেশবাসীকে তিনি এ রোগের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানান। দৈনিক ডন জানায়, গত বৃহস্পতিবার টিকা নেওয়ার পর দিন তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে যান। সেখানে মাস্ক না পরেই শিক্ষার্থীদের সমাবেশে বক্তৃতা দেন। একই দিন তিনি সোয়াত এক্সপ্রেস ওয়ে টানেলের উদ্বোধনও করেন।

সর্বশেষ খবর