শিরোনাম
সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

ক্রয়ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ক্রয়ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে। কিন্তু সরকার নির্বিকার যেন কিছুই করার নেই। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। জি এম কাদের আরও বলেন, মাঝে মাঝে টিসিবির মাধ্যমে গরিব মানুষের জন্য কিছু খাদ্য পণ্য বিক্রি করা হয়, তা চাহিদার তুলনায় অপ্রতুল। বর্তমান প্রেক্ষিতে টিসিবির পক্ষে কোনো পণ্যই চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর