মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কুয়েট শিক্ষকের মৃত্যুতে মামলা হয়নি তদন্ত শুরু কমিটির

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে পাঁচ সদস্যের কমিটি। গতকাল বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন বিষয়ে তারা আলোচনা ও কর্মপরিকল্পনা নির্ধারণ করে।

এদিকে ওই শিক্ষকের মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের পারিবারিক সিদ্ধান্তের অপেক্ষা করছে পুলিশ। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় নথিপত্র সংগ্রহে পুলিশের পক্ষ থেকে কয়েকটি জিডি হলেও এখনো মামলা হয়নি। যেহেতু এ বিষয়ে তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং শিক্ষকের পরিবারের মতামতের প্রয়োজন আছে। যার কারণে মামলার বিষয়ে আরও দু-এক দিন অপেক্ষা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যায়, এর আগে রবিবার বিকালে মুখ্য মহানগর হাকিম আদালতে খানজাহান আলী থানা পুলিশ মরদেহ উত্তোলনের আবেদন জানিয়েছে। তবে  যেহেতু এ ঘটনায় এখনো মামলা হয়নি, সে কারণে আদালত মরদেহ উত্তোলনের অনুমতি দেয়নি। একই সঙ্গে ওই শিক্ষককে যেহেতু কুষ্টিয়ায় দাফন করা হয়েছে সে কারণে কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন পাঠানো হয়েছে। এদিকে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কুয়েট জনসংযোগ ও তথ্য শাখায় নতুন মুখপাত্র নিয়োগ দেওয়া হয়েছে। রেজিস্ট্রার দফতরের প্রশাসন শাখায় সেকশন অফিসার পদে কর্মরত রবিউল ইসলামকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়। রবিউল ইসলাম বলেন, তদন্ত কমিটিতে থাকা জেলা প্রশাসন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের দুই প্রতিনিধি গতকাল দীর্ঘক্ষণ ক্যাম্পাসে অবস্থান করেন। তারা কমিটির বাকি তিন সদস্যের সঙ্গে বৈঠকে তদন্তের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া শিক্ষকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে কুয়েট শিক্ষক সমিতি তাতে সম্মতি জানাবে। এর আগে এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেটি বাতিলের পর এখন পাঁচ সদস্যের কমিটি কাজ করছে। তিনি বলেন, শিক্ষকের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত আইনি প্রক্রিয়া শুরুর দাবি জানানো হয়েছিল। শিক্ষক সমিতি আশা করছে এ বিষয়ে দ্রুত আইনি কার্যক্রম শুরু করা হবে। জানা যায়, গত ৩০ নভেম্বর দুপুর ৩টার দিকে কুয়েটের ইইই শাখার অধ্যাপকও লালন শাহ হলের প্রভোস্ট ড. সেলিম হোসেন হার্ট অ্যাটাকে মারা যান। কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সেলিম হোসেন কুয়েট শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর মানসিক নিপীড়নের শিকার হয়েছিলেন। এ ঘটনায় কুয়েট ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদকসহ ৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

সর্বশেষ খবর