মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

শর্ত সাপেক্ষে বইমেলা ১৫-২৮ ফেব্রুয়ারি লাগবে টিকা সনদ

সাংস্কৃতিক প্রতিবেদক

আগের ঘোষণা অনুযায়ী দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২২। তবে বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে এবারের মেলার সময় নির্ধারণ করা হয়েছে ১৪ দিন। দেরিতে শুরু হলেও ২৮ ফেব্রুয়ারিই মেলার শেষ দিন। এবারের মেলায় অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সবার করোনা ভ্যাকসিনের সনদ থাকতে হবে। গতকাল গণমাধ্যমে প্রেরিত এক চিঠিতে এসব তথ্য জানায় বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান/স্টলের সঙ্গে সংশ্লিষ্ট স্বত্বাধিকারী, প্রকাশক, বিক্রেতা ও কর্মীদের নামের তালিকা এবং তাদের ভ্যাকসিন গ্রহণ-সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে বাংলা একাডেমিতে পাঠানোর জন্য ওই চিঠিতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘বইমেলা নিয়ে আগের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছি। সরকারের পক্ষ থেকে নতুন করে কোনো নির্দেশনা আসেনি। দুই সপ্তাহ বইমেলা স্থগিত রাখার যে সিদ্ধান্ত আগেই হয়েছিল, সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। তখনকার নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিন নেওয়ার বিষয়টি অবহিত করে আমরা প্রকাশকদের চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন বুথ বসানোর জন্য স্বাস্থ্য অধিদফতরেও চিঠি দিয়েছি।’ বিষয়টি নিয়ে অন্বেষা প্রকাশনের স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেন বলেন, ‘১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা হচ্ছে এটা জেনেছি প্রকাশক সমিতিতে পাঠানো চিঠির মাধ্যমে। বইমেলার উপযুক্ত সময় ভাষার মাস ফেব্রুয়ারি। এ করোনা পরিস্থিতিতে এবারের মেলা যে ফেব্রুয়ারিতে হচ্ছে এটাই বড় বিষয়। আমরা চেয়েছিলাম মেলার ধারাবাহিকতা রক্ষা করে ফেব্রুয়ারিতেই মেলাটা হোক। ভ্যাকসিন গ্রহণের বিষয়টিতে জোর দিয়ে নিঃসন্দেহে বাংলা একাডেমি ভালো কাজ করেছে।’ অন্যদিকে বেশ কয়েকজন প্রকাশক মাত্র ১৪ দিনের মেলাকে একটি ক্ষতিকর মেলা হিসেবে উল্লেখ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন প্রকাশক বলেন, দায়সারাভাবে মেলা আয়োজনের জন্যই তড়িঘড়ি করে বাংলা একাডেমি এ সিদ্ধান্ত নিয়েছে। গতবারের মেলায় প্রকাশকরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবারের মাত্র ১৪ দিনের মেলায় তাঁরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলেই মনে করি।

সর্বশেষ খবর