শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

গুজব বন্ধে প্রয়োজন ডিজিটাল আইন

নিজস্ব প্রতিবেদক

গুজব বন্ধে প্রয়োজন ডিজিটাল আইন

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ : চড়া মূল্য দিচ্ছে কারা? শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন তিনি। রেজাউল করিম বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক  সময় মিথ্যা, গুজব ও অপপ্রচার চালানো হয়। কারা এসব গুজব ছড়ায় তার তথ্যও কিছু ক্ষেত্রে পাওয়া যায় না। তাই এসব রোধে ডিজিটাল আইনের দরকার রয়েছে।  ভার্চুয়াল এ আলোচনায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলম, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

সর্বশেষ খবর