শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ হয় না

নিজস্ব প্রতিবেদক

শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ হয় না

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। অপরাধ দমনের ক্ষেত্রে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। বিভিন্ন অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। গতকাল রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন তিনি। এসময় ডিএমপি কমিশনার রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষাসহ যে কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকে সব সময় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশ দেন।

সর্বশেষ খবর