শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপ অচল

প্রতিদিন ডেস্ক

রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপ অচল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘এটা খুবই অবাক করার মতো ব্যাপার যে, আমাদের তথাকথিত (পশ্চিমা) অংশীদাররা নিজেরাই স্বীকার করেছে, রাশিয়ার গ্যাস ছাড়া তারা চলতে পারবে না। আবার এটাও সত্য যে, রাশিয়ার পরিবর্তে বিকল্প উৎস থেকে জ্বালানি কেনার যে সিদ্ধান্ত ইউরোপ নিয়েছে, তার ফলে পুরো বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। নিঃসন্দেহে সেই প্রভাব হবে খুবই যন্ত্রণাদায়ক; এবং তার প্রথম ভুক্তভোগী হবে ইউরোপ নিজেই। গতকাল রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পুতিন বলেন, ‘রাশিয়া যে দামে ইউরোপে প্রতিবছর জ্বালানি সরবরাহ করে, বিশ্বের অন্য কোনো দেশ বা অঞ্চলের পক্ষে এই মুহূর্তে এই দামে জ্বালানি সরবরাহ করা সম্ভব নয়।

প্রাথমিকভাবে ইউরোপ জ্বালানির জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে, তবে যে দামে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্যাস কিনছে তা অনেক বেশি।’

সর্বশেষ খবর