শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

লালমনিরহাটে আটকের পর পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে বৃহস্পতিবার পুলিশ হেফাজতে রবিউল খান (২৫) নামে এক যুবকের মৃত্যুতে উত্তেজিত জনতা মহেন্দ্রনগরের মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে তারা। উত্তেজিত এলাকাবাসীর হামলায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার আনুমানিক রাত ১টার দিকে সদর উপজেলার হারাটি ইউনিয়নের হীরামানিক এলাকায় বৈশাখী মেলার জুয়ার আসরে হানা দিয়ে রবিউল খান ও প্রহ্লাদ রায় নামক দুজনকে আটক করে পুলিশ। অভিযোগ উঠেছে, আটকের পর মারপিট করা হলে রবিউল অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়রা জানান, হীরামানিক বৈশাখী মেলায় জুয়া খেলা চলছিল। এমন খবরে পুলিশ মেলায় অভিযান চালালে জুয়াড়িরা পালিয়ে গেলেও দুজন ধরা পড়েন। একাধিক ব্যক্তি জানান, পুলিশ আটক দুজনকে ভ্যানে উঠানোর সময় রবিউল ভ্যানে উঠতে রাজি হননি। রবিউলের চাচা মনসুর আলী জানান, রবিউল জুয়ায় জড়িত ছিল না। মেলা দেখতে গিয়েছিল সে। মেলার পাশে জুয়া চলছিল। পুলিশ ধাওয়া দিলে জুয়াড়িরা পালিয়ে যায়। আর মেলায় ঘুরতে যাওয়া রবিউলসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে রবিউল পুলিশের ভ্যানে উঠতে না চাওয়ায় বেদম মারপিট ও লাথি মারে এতে মাটিতে পড়ে যায় রবিউল। পুলিশের নির্যাতনে রবিউলের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, আটকের পরই রবিউলকে প্রচণ্ড মারপিট করে পুলিশ, এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এদিকে রবিউলের মৃত্যুর খবরে রাত ২টার পর মহেন্দ্রনগরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে নির্যাতনকারী পুলিশকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম শুক্রবার ভোর ৪টায় তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালে জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়। লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, মেলায় জুয়া চলছে এমন খবরে পুলিশ অভিযান চালায় এবং দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের থানায় আনার সময় একজন অসুস্থতা বোধ করলে চিকিৎসার জন্য সরাসরি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক অসুস্থ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান, সন্দেহ হলে আবারও ডাক্তার দেখানো হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর