বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
বিএনপি-জাতিসংঘ প্রতিনিধি বৈঠক

মানবাধিকার নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিনিধি দলকে অবগত করেছে বিএনপি। গতকাল দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা সফররত জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিনিধি দল ঢাকা সফর করছে। তারা অনেকের সঙ্গে কথা বলেছেন, আমাদের সঙ্গেও কথা বলেছেন। বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে তারা এ বিষয়ে কোনো ফিডব্যাক দেননি আমাদের। সফর শেষে তারা প্রেস কনফারেন্স করে জানাবেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর ছেলে ও বিএনপির মানবাধিকারবিষয়ক উপ-কমিটির সদস্য আবরার ইলিয়াস। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিএনপি কীভাবে দেখে? এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এটা নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের সাংবাদিকরা মানবাধিকার পরিস্থিতি যেভাবে দেখেন বিএনপিও সেভাবেই দেখে। বিএনপির আগ্রহে এই বৈঠক হয়েছে নাকি জাতিসংঘের প্রতিনিধি দলের আগ্রহে হয়েছে? এমন প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, তাদের আগ্রহ আছে বলেই তো বৈঠক হয়েছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর