শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মিয়ানমার পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠেছে : জাতিসংঘ

প্রতিদিন ডেস্ক

গভীর উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ জানিয়েছেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির ৫ কোটি ৪০ লাখ মানুষের পরিস্থিতি খারাপ থেকে ভয়ংকর হয়ে উঠেছে। সূত্র : রয়টার্স

সুইজারল্যান্ডের জেনেভায় বুধবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তিনি আরও বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের আন্তর্জাতিক প্রতিক্রিয়া ব্যর্থ হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীও যৌনসহিংসতা, নির্যাতন, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করে যাচ্ছে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হত্যা করছে। অ্যান্ড্রুজ বলেন, বৃহস্পতিবার মিয়ানমারের উত্তর-মধ্য সাগাইংয়ের একটি স্কুলে হেলিকপ্টার নিয়ে হামলা চালায় সামরিক বাহিনী। এতে ১১ শিশু নিহত হয়। মিয়ানমারে চলমান দমন-পীড়ন নিয়ে জাতিসংঘের দূত অ্যান্ড্রুজ মানবাধিকার কাউন্সিলকে আরও বলেন, গত বছরের ফেব্রুয়ারি থেকে আটক হয়েছেন কয়েক হাজার নাগরিক। এর মধ্যে রাজনৈতিক বন্দিও আছেন। আটকদের মধ্যে ২৯৫ শিশু বন্দি আছে। এ ছাড়া ৮৪ জন রাজনৈতিক বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

 

 

 

সর্বশেষ খবর