বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হারের হ্যাটট্রিক বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

হারের হ্যাটট্রিক বাংলাদেশের

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-২০ সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। গতকাল ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ড ৪৮ রানে জয় পেয়েছে টাইগারদের বিপক্ষে। ম্যাচে সাকিব আল হাসান দুর্দান্ত ব্যাটিং করেও দলকে জয় উপহার দিতে পারেননি। গতকাল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৪০ বলে ৬৪, গ্লেন ফিলিপস ২৪ বলে ৬০ এবং মার্টিন গাপটিল ২৭ বলে ৩৪ রান করেন কিউইদের পক্ষে। এছাড়াও ফিন অ্যালেন মাত্র ১৯ বলে ৩২ রান করেন। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন ও ইবাদত হোসেন। শরিফুল নেন এক উইকেট। জবাব দিতে নেমে শুরুর দিকে ভালো ব্যাটিং করলেও শেষদিকে আর গতি ধরে রাখতে পারেননি টাইগাররা। একপাশ আগলে রেখে মাত্র ৪৪ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন সাকিব আল হাসান। ৮টি চারের পাশাপাশি ১টি ছক্কা হাঁকান তিনি। বাংলাদেশের পক্ষে এছাড়াও লিটন ২৩, সৌম্য ২৩ এবং নাজমুল ১১ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে ২৪ রানে ৩ উইকেট শিকার করেন অ্যাডাম মিলনে। এছাড়াও ২টি করে উইকেট শিকার করেন টিম সাউদি ও মাইকেল ব্রেসওয়েল। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার জয় করেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। এ পরাজয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে পারছে না বাংলাদেশ। আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। এ ম্যাচে জিতলেও ফাইনাল খেলতে পারছেন না সাকিবরা। কাল ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান।

সর্বশেষ খবর