বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থতা

নিজস্ব প্রতিবেদক

সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থতা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) অসহযোগিতা করে সরকার ‘সাংবিধানিক কর্তব্য’ পালনে ব্যর্থ হয়েছে। সরকার সংবিধানের নির্দেশ মোতাবেক নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য পালন করেনি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে আ স ম রব বলেন, এই নির্বাচন নিয়ে গণমাধ্যমকে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোট গ্রহণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা নিজ চোখে গোপনকক্ষে অবৈধভাবে প্রবেশ করে ভোট দিয়ে দিতে দেখেছি। তাই ভোট বন্ধ করা হয়েছে।’ রব বলেন, এতে প্রমাণ হয়- অতীতের মতো আজকের উপনির্বাচনেও নির্বাচন কমিশনকে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ মোতাবেক সহযোগিতা করার সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সুতরাং নির্বাচন কমিশনের দায়িত্ব হলো- গাইবান্ধা উপনির্বাচনে ইসিকে সরকারের অসহযোগিতা এবং সংবিধানের ১২৬ অনুচ্ছেদ লঙ্ঘন করার কারণে সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়া।

নতুবা নির্বাচন কমিশনের পদত্যাগ করা। এটাই হবে নির্বাচন কমিশনের নৈতিক কর্তব্য।

সর্বশেষ খবর