বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সরকারের আত্মঘাতী পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

সরকারের আত্মঘাতী পদক্ষেপ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের ভুল নীতি ও আত্মঘাতী পদক্ষেপের কারণে দেশ এখন খাদ্যসংকট ও সম্ভাব্য দুর্ভিক্ষের মুখোমুখি।

এখন সরকারের নীতিনির্ধারকদের মুখে খাদ্যসংকটের কথাবার্তায় নতুন করে মজুদদারি বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল আশুলিয়ার শ্রীপুরে পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেছেন, এতদিন রাজনৈতিক ফায়দা নিতে সরকার থেকে খাদ্যে স্বাবলম্বিতার অতিরঞ্জিত যে তথ্য দিয়ে আসা হচ্ছিল তার আসল চেহারা বেরিয়ে এসেছে। এই ভুল তথ্যই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। কেবল গত বছরই ১ কোটি মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করতে হয়েছে। কৃষি ও গ্রামীণ খাতসহ উৎপাদনশীল খাতে সরকারের যে মনোযোগ ও প্রণোদনা দরকার ছিল তা দেওয়া হয়নি; উল্টো সরকারের পদক্ষেপসমূহ গোটা কৃষিকে নানাদিক থেকে বিপর্যস্ত করে তুলেছে। ডিজেলসহ কৃষি উপকরণের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে কৃষিতে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খাদ্যসংকটের আতঙ্ক না ছড়িয়ে খাদ্যশস্যের উৎপাদন, আমদানি ও বিতরণে অনতিবিলম্বে বহুমুখী সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর