বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সকালে কমলা উৎসব বিকালে লঙ্কান দাপট

মিয়াপ্পানের হ্যাটট্রিক

মেজবাহ্-উল-হক

তাসমান সাগর পাড়ে গতকাল সকালে হলো কমলা উৎসব, আর বিকালে চলল লঙ্কান দাপট। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বন্দরনগরী জিলংয়ের কার্দিনিয়া পার্কে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় জয় তুলে নিল নেদারল্যান্ডস। তারা নামিবিয়াকে হারিয়েছে ৫ উইকেটে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে বিকালে সংযুক্ত আরব আমিরাতকে পাত্তাই দিল না শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কার দারুণ ব্যাটিংয়ে তারা জয় তুলে নিয়েছে ৭৯ রানে। তবে আমিরাত হারলেও হ্যাটট্রিক করেছেন তাদের লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পান। এবারের বিশ্বকাপে প্রথম এবং আমিরাতের কোনো বোলারের প্রথম হ্যাটট্রিক। বিশ্বকাপের প্রথম দিনই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান এশিয়ার সেরা শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছিল নামিবিয়া। গতকাল তারা মাঠে নেমেছিল ইতিহাস গড়ায় প্রত্যয় নিয়ে। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের সেরা আটে যাওয়ার দারুণ সুযোগ ছিল। নেদারল্যান্ডকে হারাতে পারলেই তা নিশ্চিত হয়ে যেত। কিন্তু উল্টো হেরে গিয়ে ‘এ’  গ্রুপের সমীকরণ আরও জটিল করে ফেলল। তবে নামিবিয়ার স্বপ্ন এখনো ফুরিয়ে যায়নি। শেষ ম্যাচে আমিরাতকে হারাতেই হবে, সেই সঙ্গে গ্রুপের অন্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে।  গ্রুপে চার দলের মধ্যে কেবল মাত্র আমিরাত ছাড়া বাকি তিন (নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও নামিবিয়া) দলের সম্ভাবনাই আছে। এই গ্রুপে দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। সমান পয়েন্ট হলেও নেট রানরেটে লঙ্কানদের চেয়ে এগিয়ে নামিবিয়া। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং নামিবিয়ার প্রতিপক্ষ আরব আমিরাত। নেট রানরেট ভালো থাকায় এখনো নামিবিয়ার সম্ভাবনা উজ্জ্বল। সেক্ষেত্রে আমিরাতকে যেমন হারাতেই হবে, আরেক ম্যাচে জিততে হবে শ্রীলঙ্কাকে। অবশ্য প্রথম ম্যাচে হারার পর এশিয়া চ্যাম্পিয়ন লঙ্কানরা গতকাল রীতিমতো দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে। প্রথমে ব্যাট করে ১৫২ রান করার পর আমিরাতকে মাত্র ৭৩ রানেই গুঁড়িয়ে দিয়েছে লঙ্কানরা। প্রথম ম্যাচে পরাজয়ের ক্ষোভ থেকেই কিনা প্রতিপক্ষকে কাল দাঁড়াতেই দেয়নি শ্রীলঙ্কা। ৬০ বলে ৭৪ রানের ক্যারিশম্যাটিক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন দ্বীপরাষ্ট্রটির ওপেনার পাথুম নিশাঙ্কা। আরেক ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১২১ রান করে নামিবিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে জিতে যায় ডাচরা। দুই ম্যাচে টানা দুই জয় পেল নেদারল্যান্ডস। টানা দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে সংযুক্ত আরব আমিরাতের বিদায় ঘণ্টা বেজে গেলেও হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পান। আমিরাতের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক। তা ছাড়া বিশ্বকাপের মতো আসরে এমন বিরল কীর্তি বিশ্বে আছে আর মাত্র চার বোলারের! আন্তর্জাতিক টি-২০তে এটি ৩৯তম হ্যাটট্রিক।

সর্বশেষ খবর