সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মেরিন ইঞ্জিনিয়ারের ক্ষত বিক্ষত লাশ লেকের পাড়ে

নিজস্ব প্রতিবেদক

মেরিন ইঞ্জিনিয়ারের ক্ষত বিক্ষত লাশ লেকের পাড়ে

শাহাদত হোসেন

রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে লেকের পাড় থেকে শাহাদত হোসেন মজুমদার (৫১) নামে একজন মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটায় রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তিনি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা গেছেন। জানা গেছে, নিহত শাহাদতের কাছ থেকে ছিনতাইকারীরা একটি মোবাইল ফোন এবং একটি মানিব্যাগ নিয়ে গেছে। মানিব্যাগে ২ হাজার টাকা ছিল।

নিহতের বড় ভাই মোতালেব হোসেন জানান, তার ভাই কলাবাগানের বাসা থেকে রাতে ধানমন্ডি লেকে হাঁটাহাঁটি করতে যান। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন, এরপর আর বাসায় ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ধানমন্ডি থানায় যোগাযোগ করা হয়। পরে জানা গেছে, ধানমন্ডি থানা পুলিশ লেকের পাড় থেকে তার ছোট ভাইয়ের লাশ উদ্ধার করেছে। তিনি আরও জানান, শাহাদত হোসেন বিদেশি জাহাজে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে আমেরিকা থেকে দেশে আসেন তিনি। তাদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ থানার পিরোজপুরে। এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি। তার স্ত্রীর নাম আজমির সুলতানা। বর্তমানে ১৯ নর্থ সার্কুলার রোডের কলাবাগানের একটি বাসায় থাকতেন। এ বিষয়ে ডিএমপির ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া গত রাতে জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে। তার দেহে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে ছিনতাইকারীরা হত্যা করেছে। এ ছাড়া অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। নিহত শাহাদতের মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। আমরা ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছুরি পেয়েছি। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

সর্বশেষ খবর