সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের ডাচ পরীক্ষা আজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ডাচ পরীক্ষা আজ

গ্রেট ব্যারিয়ার রিফ, প্লাটিপাস ও তাসমানিয়ান টাইগারের জন্য পর্যটকদের কাছে আলাদা খ্যাতি অস্ট্রেলিয়ার দ্বীপরাজ্য তাসমানিয়ার। দ্বীপরাজ্যের রাজধানী হোবার্ট অবস্থিত ডারওয়েন্ট নদীর মোহনায়। শহরটি আবার বন্দরনগরীও। শহরের ডারওয়েন্ট স্ট্রিটে  অবস্থিত ১৫ হাজার আসনের বেলেরিভ স্টেডিয়াম। এখানেই আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ইউরোপীয় দেশ নেদারল্যান্ডস প্রথম রাউন্ডের কঠিন ব্যারিয়ার টপকে জায়গা নিয়েছে সুপার টুয়েলভে। র‌্যাঙ্কিং সুবিধায় সরাসরি খেলছেন সাকিবরা। ম্যাচটিতে সাকিবদের প্রতিপক্ষ স্কট এডওয়ার্ডস, মার্ক ও’ডডের ডাচ বাহিনী। এডওয়ার্ডস বাহিনীর পাশাপাশি হোবার্টের বেলেরিভে আজ সাকিব বাহিনীর আরও এক অজানা প্রতিপক্ষ রয়েছে, ঠান্ডা। সাগর পাড়ের দ্বীপরাজ্য বলে বাতাসও বেশি। তার উপর ঠান্ডা। কঠিন পরিবেশেই খেলতে হবে বাংলাদেশকে। আবহাওয়া অফিস বলছে আজ তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। নেদারল্যান্ডসের বিপক্ষে ২০১৬ সালের পর আর কখনো খেলেনি টাইগাররা। দুই দল এখন পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলেছে। টি-২০ খেলেছে ৩টি। যাতে টাইগারদের ২ জয়ের বিপরীতে হার ১টি। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে ধর্মশালায় বাংলাদেশ জিতেছিল ৮ রানে। ২০১২ সালে নেদারল্যান্ডসের মাটিতে সিরিজটি ড্র হয়েছিল ১-১ ব্যবধানে। হেগে প্রথম ম্যাচ টাইগাররা জিতেছিল সহজেই ৮ উইকেটে। কিন্তু দ্বিতীয় ম্যাচ হেরে যায় শেষ বলের নাটকে। শেষ বলে ডাচ বাহিনীর দরকার ছিল ২ রান। বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের বলে কাট শটে বাউন্ডারি মেরে নেদারল্যান্ডসকে ১ উইকেটে জয় উপহার দেন আহসান। পরিসংখ্যান বলে র‌্যাঙ্কিংয়ের ১৭ নম্বর দল নেদারল্যান্ডস প্রতিপক্ষ হিসেবে একেবারেই দুর্বল নয়। ৯ নম্বর র‌্যাঙ্কিংয়ের বাংলাদেশের পচা শামুকে পা কাটার বহু রেকর্ডস রয়েছে। ২০ ওভারের বিশ্বকাপের গত আসরেই স্কটল্যান্ডের কাছে হেরেছিলেন সাকিবরা। সুতরাং অতীত রেকর্ডের বিবেচনায় ডাচ বাহিনীকে হালকা মেজাজে নেওয়ার কোনো সুযোগ নেই সাকিবদের। 

বেলেরিভের উইকেটে হালকা বাউন্স রয়েছে। সে হিসেবে কোন একাদশ খেলাবেন সাকিব, এখনো নিশ্চিত হয়নি। তবে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে খেলতে পারেন সৌম্য সরকার। বোলিংয়ে তিন পেসার দেখা যেতে পারে- মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের যে কোনো তিনজন। একাদশ যেমনই হোক, ব্যাটিং গভীরতা থাকবে নিশ্চিত করেই।

সর্বশেষ খবর