সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ডিআইজি প্রিজন বজলুর পাঁচ বছর জেল

নিজস্ব প্রতিবেদক

ডিআইজি প্রিজন বজলুর পাঁচ বছর জেল

অবৈধ সম্পদ অর্জনের দায়ে কারা অধিদফতরের সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশীদকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের জেল দেওয়া হয়েছে।

গতকাল ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। এর আগে ২২ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলার রায় ঘোষণার জন্য রায়ের দিন ধার্য করে। উল্লেখ্য, ২০২০ সালের ২২ অক্টোবর মামলায় বজলুর রশীদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক নাসির উদ্দীন বজলুর রশীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে তার বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়।

সর্বশেষ খবর