বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নগুলোর অব্যাহত বাস্তবায়ন প্রত্যাশা করেছেন মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট। বাংলাদেশে সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত দেশটির অব্যাহত উন্নয়ন এবং আগামী নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় সে ব্যাপারেও তার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
গত শুক্রবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপনী সমাবেশের ফাঁকে সাবেক এ রাষ্ট্রদূত এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফরেন সার্ভিস বিভাগের মহাপরিচালক মার্শা বার্নিকাট যুক্তরাষ্ট্রভিত্তিক ‘এনআরবি কানেক্ট টেলিভিশন’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন। বার্নিকাট বলেন, কভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের নেওয়া নীতি ও উদ্যোগগুলো আমাকে গর্বিত করেছে। এখন বাংলাদেশ এ সঙ্কটকে অতিক্রম করে গেছে। এ ছাড়া বাংলাদেশ যেসব উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সেগুলোও গুরুত্বপূর্ণ।
বার্নিকাট আরও বলেন, ‘দেশটিতে নির্বাচন ঘনিয়ে আসছে। আমি চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। আর এ বিজয় দিবসে এই প্রত্যাশাই করি বঙ্গবন্ধুর স্বপ্নগুলোর বাস্তবায়ন হোক।’বাংলাদেশে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের কথা উল্লেখ করে বার্নিকাট বলেন, ‘বাংলাদেশ এখন একজন অসাধারণ রাষ্ট্রদূতকে পেয়েছে। অ্যাম্বাসেডার হাস আমার খুব প্রিয় বন্ধু, দারুণ এক সহকর্মী। আমি সত্যিই গর্বিত পিটার হাসের মতো এক রাষ্ট্রদূত এখন বাংলাদেশে নিযুক্ত রয়েছেন।’