বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
ভারত সফর নিয়ে বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্য সরবরাহের নিশ্চয়তা দিল্লির

নিজস্ব প্রতিবেদক

ঢাকার চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে দিল্লি। তবে কোন পণ্য কী পরিমাণ বাংলাদেশে পাঠানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বিগত কয়েক বছরের আমদানি-রপ্তানির তথ্য পর্যালোচনা করে এসব পণ্যের বার্ষিক কোটা নির্ধারণ করা হবে। দিল্লি সফর শেষে ঢাকায় ফিরে গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রতি বছর বাংলাদেশ প্রয়োজনীয় চাল, গম, চিনি, পিঁয়াজ, রসুন, আদা এবং ডাল আমদানি করে থাকে। অনেক সময় ভারত হঠাৎ করে পণ্য রপ্তানি নিষিদ্ধ করে। এর ফলে বাংলাদেশকে সমস্যায় পড়তে হয়। ভারত সরকার এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে বার্ষিক কোটা নির্ধারণ করতে সম্মত হয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে যখন খাদ্যপণ্যের সংকট দেখা দিয়েছে, তখন পাশের দেশ ভারতের কাছে সাত পণ্যের কোটা নির্ধারণ করে সেই কোটা অনুযায়ী পণ্য আমদানির নিশ্চয়তা চায় বাংলাদেশ। পণ্যগুলো হচ্ছে- চাল, গম, চিনি, পিঁয়াজ, আদা, রসুন ও মসুর ডাল। এ-সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা করতে দিল্লির উদ্দেশে ২১ ডিসেম্বর ঢাকা ছাড়েন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, বার্ষিক কোটা অনুযায়ী ৯ লাখ মেট্রিক টন চাল, ৪৫ লাখ মেট্রিক টন গম, ১৫ লাখ মেট্রিক টন চিনি, ৭ লাখ মেট্রিক টন পিঁয়াজ, ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন আদা, ৩০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১০ হাজার মেট্রিক টন রসুন আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ঢাকার এই প্রস্তাব পর্যালোচনা করে বিগত কয়েক বছরের আমদানির তথ্য পর্যালোচনা করে দিল্লি কী পরিমাণ পণ্য সরবরাহ করতে পারবে তার পরিমাণ জানিয়ে দেবে।

পাট পণ্যে এন্টি ডাম্পিং প্রত্যাহার ও সেপা নিয়েও আলোচনা : প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য পাটজাত সামগ্রী ভারতে রপ্তানির ক্ষেত্রে এন্টি ডাম্পিং ডিউটি প্রত্যাহারের বিষয়ে ভারত সরকার সক্রিয়ভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে। প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও সেলের মহাপরিচালক) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. রহিম খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর